Image description

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করার অভিযোগে আশুলিয়ায় কর্মরত দুই সাংবাদিক আসলাম হাওলাদার সাকিব ও সুফি সুমনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন এক আওয়ামী লীগ নেত্রী। তদন্ত ও ঘটনার সত্যতা ছাড়াই মামলাটি নথিভুক্ত করায় স্থানীয় সাংবাদিকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ বুলেটিনের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন আসলাম হাওলাদার সাকিব, এবং সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন সুফি সুমন। শনিবার (২ নভেম্বর) রাতে এই দুই সাংবাদিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ নেত্রী নাসরিন আক্তার।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলার বাদী অ্যাডভোকেট নাসরিন আক্তার বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক। সম্প্রতি সাংবাদিক আসলাম হাওলাদার সাকিব ও সুফি সুমন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান করছিলেন। তাদের অনুসন্ধানে ভয়ংকর সব অভিযোগের সত্যতা পাওয়ায়, তারা একটি বিষয়ে বক্তব্য জানতে চাইলে আওয়ামী লীগ নেত্রী নাসরিন আক্তারকে দিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও চুরির অভিযোগ এনে একটি মামলা নথিভুক্ত করেন ওসি আব্দুল হান্নান।

এদিকে, মামলার বাদী নাসরিন আক্তার আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান রাজীবের সঙ্গে সখ্যতাকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিভিন্ন স্থানে জমি দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মিছিলে লোকবল ও অর্থ সংগ্রহ করতে দেখা গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিক আসলাম হাওলাদার সাকিব বলেন, "বাদীর সাথে আমাদের কোনোদিন দেখাই হয়নি, অথচ শ্লীলতাহানি ও তার চেম্বারে চুরির একটি মিথ্যা ঘটনা সাজানো হলো। এজাহারে উল্লেখিত ঘটনার দিন ওই সময়ে আমি বাসায় ঘুমিয়ে ছিলাম। অথচ ওসি নিজের দুর্নীতির তথ্য ঢাকতে আওয়ামী লীগ নেত্রীকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করালেন। এই মামলায় উল্লেখিত ঘটনার কোনো সত্যতা বা ভিত্তি নেই।"

সাংবাদিক সুফি সুমন অভিযোগ করে বলেন, "মামলার বাদী নাসরিন আক্তারের বিরুদ্ধে ওঠা ভূমি জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগের তথ্য চাওয়ায় এই আওয়ামী লীগ নেত্রী ক্ষুব্ধ হন। একই সময়ে ওসি'র বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অনুসন্ধানে কাজ করায় সেই নেত্রীকে দিয়েই মামলা করিয়েছেন ওসি হান্নান।"

এ বিষয়ে জানতে মামলার বাদী ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট নাসরিন আক্তার বলেন, "আশুলিয়া থানায় আমি একটি মামলা করেছি।" তবে মামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে ওসি (তদন্ত) আজগর হোসেন বলেন, "মামলার বিষয়ে কোনো কথা বলতে চাই না। এটা নিয়ে কথা বলার অফিশিয়াল অনুমতি নেই।"