Image description

রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না, সাংবাদিকরাই নিজেদের উদ্যোগে তাতে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, "রাজনৈতিক দলগুলোতে আপনাদের (সাংবাদিকদের) কেউ পকেটে নিতে চায় না। কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকাম অ্যা প্রবলেম। আমরা দেখছি তো, গত ১৫ বছর কী হয়েছে। গত ১৫ বছর সাংবাদিকরাই উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে সমর্থন করেছেন।"

তিনি আরও বলেন, সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে—ডিইউজে, বিএফইউজে। সেগুলোতেও আবার দুটি-তিনটি করে ভাগ আছে। "আপনারা নিজেরাই তো দলীয় হয়ে যাচ্ছেন।" তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন দলীয় প্রভাব থেকে বাইরে থাকেন এবং সাহসী সাংবাদিকতা করেন।

গণমাধ্যম সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যম সংস্কার কমিশন করেছে এবং কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, তবে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, পরবর্তীকালে যদি বিএনপি জনগণের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এই বিষয়টি নিঃসন্দেহে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল এবং সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মুক্ত সংবাদপত্রের ভিত্তি তৈরি করেন।

তিনি দাবি করেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই গণমাধ্যমকে উন্নত ও সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে। আজকে যে টেলিভিশনগুলো দেখা যায়, সেগুলোর যাত্রা শুরু হয়েছিল সেই সময়েই।

বিএনপি মহাসচিব আরও বলেন, তারা ৩১ দফায় স্পষ্ট করে জানিয়েছেন—স্বাধীন গণমাধ্যম চান এবং সে কারণেই একটি কমিশন গঠনের কথা বলেছিলেন। কমিশন কাজও করেছে, প্রতিবেদন তৈরি করেছে, কিন্তু তা নিয়ে কোনো আলোচনা হয়নি।

সেমিনারে জামায়াতের প্রতিনিধি সংবাদ পরিবেশনে দেশের পক্ষে অবস্থানের ওপর জোর দেন। এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যম কার্যালয়ের ভেতরে রাজনৈতিক প্রভাব কমানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের নেতাসহ সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেন।