Image description

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার বিচার না হওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করেছেন তার ছেলে ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তার অভিযোগ, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা খুনিদের সুরক্ষা দিয়ে এসেছেন, যা সন্দেহ সৃষ্টি করে যে এই হত্যাকাণ্ড হয়তো তার নির্দেশেই হয়েছিল।

বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রেজা কিবরিয়া বলেন, ‘আমার বাবা হত্যার পেছনে তৎকালীন সরকার দায়িত্ব পালন করেনি। উল্টো গত ১৫ বছর হত্যাকারীদের রক্ষা করা হয়েছে।’

এ সময় বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। ড. রেজা বলেন, ‘বর্তমান প্রশাসনের প্রশাসনিক দক্ষতা প্রশ্নবিদ্ধ। ভোটকেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ও ভোটবাক্সের সুরক্ষার মতো সক্ষমতায় ঘাটতি রয়েছে, যা আগামী নির্বাচন নিয়ে গুরুতর সন্দেহের জন্ম দিচ্ছে।’