নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণায় অসংগতি এবং সিদ্ধান্তহীনতা দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। আগে বলা হয়েছিল, ডিসেম্বরের ৭-৮ তারিখের দিকে তপশিল ঘোষণা হবে। পরে শোনা গেল ১১ তারিখ। এখন আবার কমিশন বলছে, নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলবে না, তারা বিষয়টি দেখছে। আমরা বলেছি, রোজার আগে নির্বাচন করতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে, তত শঙ্কা বাড়বে।
রোববার কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির সঙ্গে জোট করা প্রসঙ্গে মান্না বলেন, ‘পনেরো বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আলাপ-আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।’
খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এই দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের জোটে তাঁর অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন। সবাই চান তিনিও নির্বাচন প্রক্রিয়ায় থাকুন। তাঁর স্বাস্থ্য নিয়ে মানুষের মনে শঙ্কা আছে। সেই কারণেই আমরা ভাবছি, এতে নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা। তবে আমরা চাই, তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়েই হোক।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার, কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলুসহ অন্য নেতাকর্মীরা। কার্যালয় উদ্বোধন শেষে মান্না জেলা শহরের কলেজ মোড় এলাকায় স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন।




Comments