চাঁদা না দেওয়ায় ভুট্টা ফসলসহ জমিতে ট্রাক্টর দিয়ে হাল চালালেন যুবদল সভাপতি
দিনাজপুরের বিরল উপজেলায় চাঁদা না দেওয়ায় রোপিত ভুট্টা ফসলসহ ফসলি জমিতে ট্রাক্টর দিয়ে হাল চালিয়ে প্রায় ২৮ হাজার টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা ও ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশসহ লাশ গুমের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে বিরল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের মৃত আহসান আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৫)।
লিখিত বক্তব্যে মিজানুর রহমান অভিযোগ করেন, ধর্মপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আরিফ হোসেন (৪২) ও একই ইউনিয়নের ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মো. রবিউল ইসলাম তেহেরান (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, সরকারি ভাতার কার্ড করে দেওয়ার নামে প্রতারণা ও জমি দখলের মতো অপকর্ম করে আসছেন।
তিনি জানান, তার কাছে প্রায় ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই নেতা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এরই জের ধরে গত ৭ ডিসেম্বর সকালে আরিফ হোসেন ও রবিউল ইসলাম তেহেরানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লোহার রড, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের নিজস্ব ফসলি জমিতে অনধিকার প্রবেশ করে। পরে ভাড়া করা ট্রাক্টর দিয়ে রোপিত ভুট্টা ফসলসহ পুরো জমিতে হাল চালিয়ে প্রায় ২৮ হাজার টাকার ফসল নষ্ট করে দেয়।
ক্ষতির কারণ জিজ্ঞেস করলে আবারও মারপিটের হুমকি দেওয়া হয় এবং রাস্তাঘাটে একা পেলে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগী মিজানুর রহমান।
তিনি আরও বলেন, “দেশের প্রেক্ষাপট বদলে গেলেও এলাকায় এই দুই ব্যক্তি এখনো পুরোনো স্টাইলে চাঁদাবাজি, ভয়ভীতি ও জমি দখল করে যাচ্ছেন। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে পারছে না।”
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত যুবদল সভাপতি মো. আরিফ হোসেন ও ইউপি সদস্য মো. রবিউল ইসলাম তেহেরানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের পাওয়া যায়নি।




Comments