Image description

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে ‘ট্যাবলেট বিক্রি’ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। পরোক্ষভাবে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, যাদের কোনো নীতি-আদর্শ বা ইহকালীন পরিকল্পনা নেই, তারা কেবল পরকালের লোভ দেখিয়ে রাজনীতি করতে চায়।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি দল কেবল বলছে—তাদের মার্কায় ভোট দিলে তরতরাইয়া জান্নাতে চলে যাবেন। কিন্তু ইহকালে মানুষ কীভাবে চলবে, সে বিষয়ে তাদের কোনো বক্তব্য বা পরিকল্পনা নেই। তারা ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার ফন্দি এঁটেছে। তবে জনগণ ইতিমধ্যে তাদের চিনে ফেলেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিনাকষ্টে জান্নাতে যাওয়ার কথা বলছে, তাদের জিজ্ঞেস করবেন—সেই জান্নাতে যাওয়ার বাসস্ট্যান্ডটা কোথায়? জনগণ এখন এসব বোঝে।’

বিএনপি ধর্ম ব্যবসা নয়, বরং সুনির্দিষ্ট পরিকল্পনায় বিশ্বাসী উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি জনগণের কাছে ভোট চায় অর্থনৈতিক মুক্তি ও জনকল্যাণের জন্য। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কারণ, পরিকল্পনা ছাড়া রাষ্ট্র পরিচালনা করা মানে ব্যর্থ হওয়ার পরিকল্পনা করা (If you don't plan, you are planning to fail)। আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা দেশ গড়ার পরিকল্পনা জনগণের সামনে রাখতে চাই।’

বিএনপির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, ৭৫-এর সিপাহী-জনতার বিপ্লব, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র চালু—সব মিলিয়ে বিএনপি মানেই গণতন্ত্র। জিয়াউর রহমান বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।’

বিএনপির ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি (ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড) সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরার জন্য ছাত্রদল নেতাদের নির্দেশ দেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমি আমজনতার মানুষ। সাধারণ মানুষের সঙ্গে ইংরেজিতে বা কঠিন ভাষায় কথা বললে কাজ হবে না। তাদের ভাষায় সহজ করে বোঝাতে হবে যে বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য কী কী সুবিধা দেবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।