চট্টগ্রাম–৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলির ঘটনার এক মাস পর ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনা বারবার ঘটায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘গতকাল শুক্রবার মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। হাদিকে গুলি করা হয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ। তাদের সময়ে এতো সন্ত্রাসী কী করে বাড়লো, কোথা থেকে তারা রাজত্ব করছে। এখন তো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা।’
তিনি বলেন, 'কেউ আবার ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছেন। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে ফেসবুকে বার্তা দিচ্ছে। এগুলোতে তো সন্দেহ জাগে। একজন উপদেষ্টা মাত্র চার-পাঁচ দিন আগে বলে দিলেন যে, জনগণ তো আমাদের ম্যানডেট দেয়নি কত দিন থাকব। সবগুলো মিলিয়েই নানা সন্দেহ, নানা সংশয়, নানা ধরনের কৌতূহল সৃষ্টি হচ্ছে।'
রিজভী প্রশ্ন তোলেন, 'অবাধ সুষ্ঠু নির্বাচন ১২ ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে?'
তিনি আরও বলেন, 'এখানে বাগাড়ম্বর করার কোনো সুযোগ নেই। এর আগে আমরা রাষ্ট্রক্ষমতায় যাদের দেখেছি, ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ নিয়ে যারা সাড়ে ১৫ বছর এই দেশে রক্ত ঝরিয়ে শাসন করেছেন, তাদের কথাও আমরা শুনেছি—ঘরে ঘরে চাকরি দেবেন, বিনা মূল্যে সার দেবেন, কত কথা শুনেছি! অতিশয়োক্তি এবং বাগাড়ম্বরমূলক কথার কিছু বাস্তবায়ন হয় না। বরং টাকা চুরি, হরিলুট, ব্যাংকের টাকা নিজের পকেটে ঢোকানো—সেই লুটেরা অর্থনীতির আমরা উৎসব দেখেছি।'
গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।




Comments