Image description

নওগাঁয় জাতীয় পার্টির (জাপা) মিটিং পণ্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় অফিসের বেশ কিছু ছবি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উকিল পাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন দুপুর একটার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। মিটিংয়ের বিষয়টি টের পেয়ে এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পাটির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে অফিস কক্ষে ঢুকে দলটির দলীয় প্রতিক লাঙ্গলসহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বেশ কিছু ছবি ভাঙচুর করে ছাত্র-জনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজ তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র-জনতা তাদের এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এদিকে মিটিংয়ের বিষয়ে জানতে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. তোফাজ্জল হোসেনের মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, ‘একটু ব্যস্ত আছি। পরে কথা বলছি।’