Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ের জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছে বিএনপি। 

এই আসন থেকেই নির্বাচন করার আগ্রহ আগেই জানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে সম্প্রতি ইঙ্গিত দেন তিনি।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জমিয়তে উলামার সঙ্গে আসন সমঝোতার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

যেসব আসনে ছাড় দেয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে, সেগুলোর মধ্যে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১-এ দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জুনায়েদ আল হাবিব এবং মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হবেন।