Image description

গাজীপুরের শ্রীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের (জৈনাবাজার সিদ্দিক প্লাজা সংলগ্ন) ব্যবসায়ী রফিকুল ইসলাম রবির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি জানান, তার টিনশেড বাড়ির ১১টি কক্ষে স্থানীয় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা ভাড়া থাকতেন। ঘটনার সময় ভাড়াটিয়া পাভেল মিয়ার তালাবদ্ধ ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পাভেল তখন কারখানায় ডিউটিতে ছিলেন এবং তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। ঘরের টিনের চাল দিয়ে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন, তোফায়েল আহমেদ ও মদিনা বেগমসহ অন্যরা জানান, প্রতিদিনের মতো তারা সকালে কারখানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগুন লাগার পর তারা কেবল পরনের কাপড় নিয়ে বের হতে পেরেছেন। ঘরে থাকা টিভি, ফ্রিজ, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও তিল তিল করে জমানো নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রতিটি পরিবারের ৩ থেকে ৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে পোশাক শ্রমিক মোফাজ্জল হোসেন বলেন, “কারখানায় কাজ করে সারা জীবনে যা সঞ্চয় করেছিলাম, আগুনে সব শেষ হয়ে গেল। এখন আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও রইল না।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর নুরুল করিম জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।