দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা সমাবেশে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমানকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে বিদায় করেছি। অত্যন্ত কঠিন পথ পাড়ি দিয়ে তিনি আজ আমাদের মাঝে ফিরেছেন। ইনশাআল্লাহ, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি বিপুল ভোটে জয়ী হবে।”
বৃহস্পতিবার সকালে দেশে পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি লাল-সবুজ বাসে করে সংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে সমবেত লাখ লাখ নেতাকর্মীর উদ্দেশে তিনি তার স্বপ্নের কথা জানান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির উদাহরণ টেনে তিনি বলেন, “তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ এ ড্রিম’ (আমার একটি স্বপ্ন আছে)। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই—‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)। এই পরিকল্পনা আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।”
তিনি আরও যোগ করেন, এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
২০০৭ সালের ১/১১-এর সময় গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে দীর্ঘ ১৭ বছর (৬ হাজার ৩১৪ দিন) তিনি নির্বাসিত জীবন কাটিয়েছেন। আজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত রাস্তার দুই পাশে জনসমুদ্র তৈরি হয়, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।




Comments