মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং
অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্তে খালেদা জিয়া: ডা. জাহিদ
মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান
স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এভারকেয়ার হাসপাতালের গেটে এক ব্রিফিংয়ে এ কথা জানান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতির খবর জানাতে গিয়ে ডা. জাহিদ বলেন, উনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। উনার অবস্থা অত্যন্ত জটিল, এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসা এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব।
বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পরবর্তীতে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। স্বাস্থ্যের ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখানে থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়, বলেও জানান বিএনপি চেয়ারপারসনের এই ব্যক্তিগত চিকিৎসক।
খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকের সাথে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত আছেন বলেও জানিয়েছেন ডা. জাহিদ। খালেদা জিয়াকে সারিয়ে তুলতে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন, বলেও যুক্ত করেন তিনি।
দীর্ঘ ১৭ বছর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পরে দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে রাতে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারেক রহমান মায়ের শয্যাপাশে দীর্ঘ সময় ছিলেন বলেও জানান ডা. জাহিদ।
খালেদা জিয়ার সুস্থতার জন্য তারেক রহমান দোয়া চেয়েছেন জানিয়ে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। তারেক রহমান এবং তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। সেই দোয়া সব সময় দেশের মানুষ করছেন। সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক ও নার্সরা সব সময় দায়িত্ব পালন করেছেন, সেজন্যও তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে তার। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে।
খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তাঁর চিকিৎসা চলমান রয়েছে।
মানবকণ্ঠ/আতা




Comments