আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাঁর প্রয়াণের পরও সেসব আসনে নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে ভোটের যাবতীয় কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য দেশজুড়ে ৩০০ আসনে আড়াই সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে খালেদা জিয়ার জন্য তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। বিএনপি আগেই জানিয়েছিল, চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে প্রতিটি আসনেই একজন করে বিকল্প দলীয় প্রার্থী রাখা হয়েছে।
নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করে পুনতফসিল দেওয়ার বিধান রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের (স্ক্রুটিনি) আগেই। ফলে ওই তিন আসনে নির্বাচন স্থগিত বা বন্ধ হওয়ার কোনো আইনগত সুযোগ নেই।বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, “বাছাইয়ের আগে মৃত্যু হওয়ায় উনার (খালেদা জিয়ার) মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত থাকবে। তবে যেহেতু ওই আসনে দলের আরও প্রার্থী রয়েছে, তাই বগুড়া-৭ আসনে নির্বাচনী কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না; ভোটের কাজ যথানিয়মে চলবে।”
ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মনিরা হক জানান, “ফেনী-১ আসনে বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন। আরপিও অনুযায়ী দল থেকে একজনকে চূড়ান্ত করা হবে। যোগ্যতার তথ্য যাচাই করে আগামী ৪ জানুয়ারি তিন আসনের মনোনয়নপত্রের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।”
দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামও নিশ্চিত করেছেন যে, দিনাজপুর-৩ আসনে নির্বাচন কার্যক্রমে কোনো সমস্যা নেই এবং বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে অংশ নেওয়া প্রতিটি নির্বাচনেই সবকটি আসনে জয়লাভের অনন্য রেকর্ড গড়েছিলেন।
মানবকন্ঠ/আরআই




Comments