আওয়ামী লীগ যদি তাদের অতীতের ভুল স্বীকার না করে, তবে দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নতুন বাজার এলাকায় অবস্থিত গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। তারা দাবি করছেন যে তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। এমনকি ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া তরুণ-তরুণীদের ‘জঙ্গি’ হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছেন তারা। এসব বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন এবং পরিস্থিতি আরও জটিল করে তুলছেন।"
প্রেস সচিব আরও উল্লেখ করেন যে, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি বা ভুল স্বীকার করেনি। তিনি বলেন, "এখন নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াও শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও অনেক দেরি হয়ে গেছে। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। কিন্তু আওয়ামী লীগের মধ্যে তার কোনো প্রতিফলন নেই।"
এর আগে শফিকুল আলম নীজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। আশ্রমের সেবামূলক কাজের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশ্রম কর্তৃপক্ষ এবং ভক্তরা উপস্থিত ছিলেন।
মানবকন্ঠ/আরআই




Comments