Image description

আসন্ন জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দাখিলকৃত হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। তার বার্ষিক আয় ও সম্পদের পরিমাণে যে পার্থক্য দেখা গেছে, তা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

২৭ বছর বয়সী এই তরুণ নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে তিনি ব্যবসা থেকে তার বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে চাঞ্চল্যকর তথ্য মিলেছে তার ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে; যেখানে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ, হলফনামার তথ্যের চেয়ে আয়কর রিটার্নে তার আয়ের পরিমাণ তিন গুণেরও বেশি।

আয়ের পাশাপাশি সম্পদের তথ্যেও বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। আয়কর রিটার্নে সারজিস তার মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। বিপরীতে, নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ১০ লাখ টাকার মতো।

হলফনামার তথ্য অনুযায়ী, সারজিসের অস্থাবর সম্পদ হিসেবে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ টাকা। এছাড়া তার ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৭৫ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। তবে হলফনামা অনুযায়ী তার কোনো স্বর্ণালংকার নেই। স্থাবর সম্পদ হিসেবে তার সাড়ে ১৬ শতাংশ কৃষিজমি রয়েছে (দান সূত্রে পাওয়া), যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন।

মানবকণ্ঠ/আরআই