জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে দেশে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) এবং বর্তমান সরকার এখন পর্যন্ত ভোটের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারেনি। এই পরিস্থিতিতে ইসির ওপর এনসিপি সম্পূর্ণ আস্থা রাখতে পারছে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের প্রকাশ্য পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। জনগণের রায় প্রতিষ্ঠিত হওয়ার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি অশনিসংকেত। যদি আবারও পুরোনো স্টাইলে কোনো রাজনৈতিক সেটেলমেন্ট বা আঁতাতের চেষ্টা করা হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা কঠোরভাবে রুখে দেওয়া হবে।"
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপি মুখপাত্র। তিনি দাবি করেন, বড় দলগুলোর প্রার্থীদের সুবিধা দিতে রিটার্নিং অফিসাররা নিরপেক্ষতা বজায় রাখেননি, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments