নির্বাচন কমিশন ও প্রশাসনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বর্তমান নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, "নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক। আইনের চোখে সবাই সমান হওয়ার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। একই কারণে একটি রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল হলেও অন্য দলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে, যা চরম বৈষম্যমূলক।"
সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, "নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ বর্তমানে গুলশানের নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের ওপর নির্বাচন কমিশনের যে নিয়ন্ত্রণ থাকার কথা ছিল, তা বাস্তবে অনুপস্থিত। এমন পরিস্থিতিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সাধারণ জনগণ চরম হতাশ।"
লাইভে তিনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ‘Hasnat Abdullah’ ডিজেবল (অকার্যকর) হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, ভারতবিরোধী শক্ত অবস্থান নেওয়ার কারণে তার আইডিতে পরিকল্পিতভাবে কপিরাইট ক্লেইম দিয়ে তা বন্ধ করা হয়েছে। এর ফলে গত কয়েক দিন তিনি সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এখন থেকে তিনি তার ভেরিফায়েড পেজের মাধ্যমেই নিয়মিত রাজনৈতিক বক্তব্য ও তথ্য শেয়ার করবেন বলে জানান।
দেবিদ্বারের স্থানীয় রাজনীতি ও বিএনপি প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, "গত ১৫ বছর যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম ও হরতাল পালন করে জেল-জুলুম সহ্য করেছেন, আজ তাদেরই দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক। যারা একসময় বিএনপিকে ‘আগুন সন্ত্রাসী’ বলত, তারাই এখন দলটির নেতৃত্বের কেন্দ্রে চলে আসছে, যা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।"
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments