Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে পটুয়াখালী-১ সংসদীয় আসনের অন্তর্গত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারটি ইউনিটের বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

স্থগিত হওয়া ইউনিটগুলো হলো- পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, দুমকি উপজেলা বিএনপি এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের হাই কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই চারটি ইউনিটের বর্তমান কমিটিগুলোর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীদের এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।

নির্বাচনের আগ মুহূর্তে পটুয়াখালী-১ আসনের এই গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কমিটি স্থগিতের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি বা অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

মানবকণ্ঠ/ডিআর