Image description

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার এবং সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন রাম রায়কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসিফ সরকারকে গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে এবং স্বপন রাম রায়কে সুন্দরগঞ্জ পূর্ব বাইপাস সংলগ্ন মাছের আড়ৎ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া দেশের বর্তমান প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সংশ্লিষ্টতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ছাত্রলীগের সাবেক এই দুই নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর