শাহজাদপুরে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৩ নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহজাদপুর পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ‘নবীন বরণ’ কাউন্টারের সামনে এই সংঘর্ষ ঘটে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘নবীন বরণ’ পরিবহনের স্বত্বাধিকারী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিবহন সেক্টর নিয়ন্ত্রণ করতেন ‘হাসিব’ পরিবহনের মালিক হারুন-অর-রশীদ। অভিযোগ রয়েছে, তিনি মালিক সমিতির নিয়ম উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো বিভিন্ন রুটে গাড়ি চালাতেন। ৫ আগস্ট সরকার পতনের পর সাধারণ মালিকরা তাদের ন্যায্য অধিকার দাবি করলেও হারুন-অর-রশীদ অদৃশ্য প্রভাবে আগের মতোই নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছেন।
সম্প্রতি মালিক সমিতিকে না জানিয়ে তিনি শাহজাদপুর-যশোর রুটে নতুন গাড়ি চালু করেন। এর প্রতিবাদ করলে হারুন ও তার লোকজন নবীন বরণ কাউন্টারে হামলা চালায়। এতে শাহজাদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপি সদস্য মো. সাদ্দাম হোসেন, পৌর যুবদল সদস্য মো. মিঠুন এবং মো. মোয়াজ্জেমসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ‘হাসিব’ পরিবহনের মালিক হারুন-অর-রশীদ অভিযোগ অস্বীকার করে জানান, যশোর রুটে গাড়ি চালানোর জন্য হাজী আইয়ুব আলী ও মোয়াজ্জেম তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
শাহজাদপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments