হালুয়াঘাটে ঐতিহ্যের নামে মদের অবাধ কারবার: অতিষ্ঠ এলাকাবাসী
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় প্রশাসনের রহস্যজনক নির্লিপ্ততায় দিন দিন বেড়েই চলেছে পাঁচই মদের আসর। উপজেলার শাকুয়াই ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাট্টা বাজার এলাকায় প্রকাশ্যে মদ্যপান ও বিক্রির মহোৎসব চলায় স্থানীয় জনজীবন ও ধর্মীয় পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাট্টা নয়াপাড়া গ্রামের ৯নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় গারো সম্প্রদায়ের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে 'চু' বা পাঁচই মদের আসর বসিয়ে আসছে। গারো ঐতিহ্যে এই পানীয়র সামাজিক গুরুত্ব থাকলেও, বর্তমানে তা বাণিজ্যিক রূপ নিয়েছে। হালুয়াঘাট, ফুলপুর ও তারাকান্দাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহিরাগত মাদকসেবীরা প্রতিদিন সন্ধ্যার পর এখানে ভিড় জমায়। এতে এলাকায় চুরি, ছিনতাই, সড়ক দুর্ঘটনা ও ঝগড়া-বিবাদ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ঐতিহ্যবাহী ভাট্টা বাজার এলাকায় একটি বড় মার্কাজ মসজিদ, জামিয়া এমদাদিয়া মাদ্রাসা, ইকরা দারুস সুন্নাহ মাদ্রাসা, ভাট্টা শিশু শিক্ষা একাডেমি ও একটি উপস্বাস্থ্য কেন্দ্র অবস্থিত। মদের তীব্র দুর্গন্ধ এবং মাতালদের অশালীন আচরণের কারণে শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বিউটি রানী (৩২) নামে এক নারী মদ্যপ অবস্থায় বাজারে মাতলামি করে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন বলেও স্থানীয়রা জানান।
শাকুয়াই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনূস আলী খান বলেন, "ভাট্টা বাজার এলাকায় মদের আড্ডা বন্ধে গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা একাধিকবার উদ্যোগ নিয়েছি। কিছুদিন বন্ধ থাকলেও পরে আবার তা চালু হয়। এটি স্থায়ীভাবে বন্ধ করতে কঠোর প্রশাসনিক অভিযান প্রয়োজন।"
এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ও উপজেলা প্রশাসনকে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি দেখা যায়নি।
এলাকাটি বর্তমানে 'মদের স্বর্গরাজ্য' হিসেবে পরিচিতি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা অবিলম্বে এই অবৈধ আসরগুলো উচ্ছেদ এবং এলাকায় স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments