Image description

গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন জনতার দলের মহাসচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী আজম খান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনী প্রচারণা শুরু থেকে ভোটের দিন পর্যন্ত সুনির্দিষ্ট তদন্ত ও দালিলিক প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আজম খান জানান, আগামী ২২ জানুয়ারি থেকে তাঁর আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার অভিযান শুরু হতে যাচ্ছে।

প্রশাসনের উদ্দেশ্যে আজম খান বলেন, “২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ, ডিসি, এসপি, আনসারসহ প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান—সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করবেন না। অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হলে কিংবা সামান্য বিষয় নিয়ে পুলিশ যদি সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হয়রানি করে, তবে গাজীপুরের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রেলপথ, রাজপথ, ডিসি অফিস, এসপি অফিস ও থানা ঘেরাও করা হবে।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ সবার হাতে ‘কলম’ (তাঁর নির্বাচনী প্রতীক) পৌঁছে দেওয়া হবে, যে কলমের মাধ্যমে নতুন ইতিহাস লেখা হবে। চাঁদাবাজ, ধান্দাবাজ ও ভণ্ড রাজনীতিবিদদের দিন শেষ। কলম দিয়েই লেখা হবে নতুন বাংলাদেশ।”

নির্বাচনী পরিবেশ সম্পর্কে আজম খান বলেন, “ভোটের দিন যেন ঈদের উৎসবের মতো আনন্দমুখর হয় এবং মানুষ বুক ফুলিয়ে স্বতঃস্ফূর্তভাবে কলম মার্কায় ভোট দিতে পারে, সেই পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই আসনের কোনো ভোটারকে আর কোনোদিন ধান্দাবাজরা ভয় দেখানোর সাহস পাবে না। আমরা মামলা বাণিজ্যের সুযোগ চিরতরে বন্ধ করে দেব।”

প্রশাসনকে দায়িত্বশীল ও নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের মানুষকে নিয়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা প্রতিরোধ গড়ে তুলতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে সচেতন থাকতে হবে।

আজম খানের এই সাহসী বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে পরিবর্তনের পক্ষে একটি বিপ্লবী অবস্থান হিসেবে অভিহিত করেছেন।

মানবকণ্ঠ/ডিআর