দলীয় চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচনি সফর; ২২ বছর পর সিলেটে তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। দলীয় ঐতিহ্য মেনে বিএনপি সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে।
বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচনে সিলেটে থেকেই নির্বাচনি প্রচারা শুরু করেছেন। সেই ধারাবাহিকতা তারেক রহমানও বজায় রেখেছেন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী, তারেক রহমান আজ বুধবার রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। তার সঙ্গে আসবেন কেন্দ্রীয় শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও। বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা করবেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। এই জনসভার মধ্য দিয়েই শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা। এর আগে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
দলীয় নির্ভরযোগ্য আরেকটি সূত্রমতে, তারেক রহমান সিলেট পৌঁছে রাতেই মাজার জিয়ারত করতে পারেন। যেতে পারেন নগরীর দক্ষিণ সুরমাস্থ শ্বশুর বাড়িতেও। আজ রাতেই সিলেট পৌঁছে যাবে বুলেট প্রুফ বিশেষ গাড়ি, যে গাড়িতে করে সড়কপথে বিভিন্ন স্থানে সমাবেশ করে ঢাকায় ফিরবেন তারেক রহমান।
সিলেটের জনসভা শেষ করে মৌলভীবাজারের শেরপুরে এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন তিনি। এসব সমাবেশে সিলেট বিভাগের বিএনপি মনোনীত ও বিএনপির জোটভুক্ত প্রার্থীদের মঞ্চে তুলে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
এদিকে দলের চেয়ারম্যানের সফর সামনে রেখে মঙ্গলবার বিকালে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাহের শামীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির ও তাহসিনা রুশদী লুনা।
মতবিনিময় সভায় জানানো হয়, সুনামগঞ্জে সমাবেশ করতে না পারায় সুনামগঞ্জের দলীয় প্রার্থীদের সিলেটের মঞ্চে তোলা হবে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে এবারও সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করছেন তারেক রহমান। নির্বাচনি আচরণবিধি মেনে মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় কয়েকটি উপকমিটি কাজ করছে এবং সিলেটজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মহানগর পুলিশ ছয় স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এটি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। বিএনপি চেয়ারম্যান যেসব ভেন্যুতে যাবেন ও যেসব পথে চলাচল করবেন সেখানে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা নজরদারি, রুট প্রটেকশন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পিকেট ডিউটি থাকবে। নগরের প্রবেশপথে চেকপোস্ট, মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি, সিসিটিভি নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে। পুলিশ ছাড়াও র্যাব ও বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।




Comments