ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনে ৪ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন তারা।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় সুত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো.আমিনুল ইসলাম। উভয়েই ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তবে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এবং মুন্সীগঞ্জ -১ আসনে অপর বিএনপির স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী মমিন আলী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি। মুন্সীগঞ্জ -১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিল্পপতি মোঃ আবদুল্লাহ এবং ৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। ভোটাররা মনে করছেন এ সমস্ত আসনগুলোতে স্বতন্ত্র, বিএনপি ও ১০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে ভোটের লড়াই হবে।
প্রসঙ্গত : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ মুন্সীগঞ্জের তিনটি আসনে সর্বমোট ২৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। ৪ প্রার্থীর প্রত্যাহারের মধ্য দিয়ে ভোটের লড়াইয়ে নির্বাচনের মাঠে রইলেন ১৯ প্রার্থী।




Comments