Image description

ঢাকার কড়াইলের বস্তিতে বড়ো বড়ো ভবন করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট করার জন্য তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির এই প্রার্থী শাপলা কলি প্রতীক পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান কড়াইলের বস্তিতে ফ্ল্যাট করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা তিনি করতে পারেন না। নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ, কেউ কথা বলছে না। তাহলে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করবে? তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি, অন্যদের ক্ষেত্রে আরেক নীতি”।

তিনি বিএনপির ফ্যামিলি কার্ডসহ নানা প্রতিশ্রুতির সমালোচনা করেন। বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পাটওয়ারী বলেন, “আমি শাপলা কলি প্রতীক পেয়েছি। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই প্রতীক পেয়েছি। প্রতীক পাওয়ার ক্ষেত্রে ইসি আমাদের সঙ্গে অনেক বৈষম্য করেছে”।

এদিন, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। মির্জা আব্বাসের পক্ষে প্রতীক সংগ্রহ করেন একজন উপদেষ্টা।

“বিএনপির পক্ষে অনেক মিডিয়া কাজ করছে। মিডিয়া দখল করা হয়েছে। মিডিয়া অনেক দখল করবে, করছে। অনেক মিডিয়া বিএনপির পক্ষে কাজ করছে” অভিযোগ করেন এনসিপির এই নেতা।