Image description

বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া ও আশেপাশের এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরগুনা জেলা সংগঠক এম. শাহাদাৎ হোসেনের গণভোট প্রচারণার পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনা নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

এ ঘটনার কেন্দ্র করে মোঃ ইমরানুর রহমান রিয়াজ, যিনি গনভোটের পোস্টার ছিঁড়ার অভিযোগ উঠেছে। গতকাল ২০ জানুয়ারি রাতে তিনি তার ফেসবুক আইডি থেকে এনসিপি নেতার প্রায় ১২ বছর আগের একটি পুরাতন ভিডিও আপলোড করেছেন। ভিডিওটিতে রাজনৈতিক উদ্দেশ্যে “ইনকিলাব জিন্দাবাদ” ধরনের স্লোগান এডিট করা হয়েছে, যা ব্যক্তিগত ও রাজনৈতিক মানহানি হিসেবে দেখা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ইমরানের ভাই মিজান পরিকল্পিতভাবে ১২ বছর আগের একটি অপহরণের ঘটনার ভিডিও হিসেবে সংরক্ষণ করেছেন। এই ভিডিও ও পোস্টগুলি ব্যবহার করে এনসিপি নেতার উপর চাপ সৃষ্টি ও মানহানি করা হচ্ছে।

এম. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, প্রায় ১২ বছর আগে স্কুল জীবনের একটি অপহরণের ঘটনায় হামলাকারীরা ভিডিও করে রাখে এবং তখনকার সময়ে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ নেয়। বর্তমানে গণভোটের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ইমরান সেই ভিডিও পুনরায় ফেসবুকে প্রকাশ করছে।

তিনি আরও জানান, ভিডিওটি ব্যবহার করে তাকে অপহরণ ও জোরপূর্বক মারধরের চেষ্টা করা হয়েছে এবং কিছু লোক মিলে পরিকল্পিতভাবে তাকে মাদক সেবনের স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি ইতিমধ্যেই প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, যাতে গণভোট প্রচারণা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় এবং ভবিষ্যতে কেউ হুমকি বা বাধা সৃষ্টি করতে না পারে।

এই বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, তারা ঘটনার তথ্য যাচাই ও তদন্ত শুরু করেছেন।