রাজধানীর মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, মব তৈরি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে দলের কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাহলে সেটি দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। এ ক্ষেত্রে মব সৃষ্টি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, “আমরা এই নোংরা মবের তীব্র নিন্দা জানাই এবং চাই, মবের রাজনীতি এখানেই শেষ হোক। মানুষ এখন অনেক বেশি সচেতন। মব করে জনমত প্রভাবিত করার সময় শেষ। এখন সবাই জনগণের কাছে নিজেদের বক্তব্য, আদর্শ ও অঙ্গীকার তুলে ধরবে। জনগণ অতীত ও বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কাকে বিশ্বাস করবে, সে সিদ্ধান্ত নিজেরাই নেবে।”
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে। তবে যারা নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, জনগণের ভোটে যেই নির্বাচিত হোক না কেন, সব রাজনৈতিক দলের উচিত সেই ফলাফল মেনে নিয়ে সহযোগিতার মনোভাব দেখানো।
মানবকণ্ঠ/আরআই




Comments