আইনি লড়াইয়ে জয়ী হয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ ফিরে পেলেন বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
প্রাথমিক বৈধতা: রিটার্নিং কর্মকর্তা প্রথমে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।
ইসিতে আপিল: জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন।
প্রার্থিতা বাতিল: সেই আপিলের ভিত্তিতে ১৮ জানুয়ারি ইসি সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।
হাইকোর্টের রায়: ইসি-র সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করলে আদালত আজ তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
আইনি যুক্তি: সারোয়ার আলমগীরের আইনজীবীরা আদালতে প্রমাণ করেন যে, তিনি ঋণখেলাপি নন। ব্যাংকের চাহিদা অনুযায়ী তিনি ইতোমধ্যে প্রিমিয়ার লিজিংকে ৩ কোটি টাকা পরিশোধ করেছেন এবং তাঁর ঋণ পুনঃতপশিল করা হয়েছে। আদালত এই যুক্তি গ্রহণ করে ইসি-র আগের সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত বলে গণ্য করেছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments