শ্রীলঙ্কাকে তাদের মাটিতে টানা টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। চতুর্থ ম্যাচে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুদল মাঠে নামে। বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রতিপক্ষকে ধবলধোলাই করার পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। অন্যদিকে, লঙ্কানরা নামে ম্যাচ জিতে লজ্জার হাত থেকে বাঁচতে।
অবশেষে কলম্বোর থ্রাস্টানে জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে প্রথমবার জয়ের স্বাদ নিল স্বাগতিকরা। আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ১২৪ রান। জবাবে ১৯.৩ ওভারে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন সাথিয়া সন্দ্বীপনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে পিয়ুমি ভাথসালার ব্যাট থেকে। ১৪ বলে ২১ রানের ক্যামিও খেলে লঙ্কানদের সংগ্রহ ১২০ ছাড়াতে সাহায্য করেন মালশা শিহানি।
বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ১৩ রানে দুটি এবং মারুফা আক্তার ২১ রানে শিকার করেন দুই উইকেট।
টানা তিন জয়ের আত্মবিশ্বাস সঙ্গী থাকলেও রান তাড়ায় এদিন ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে শামীমা সুলতানার ব্যাট থেকে। তবে, এই রান তুলতে তিনি খেলেন ৪১ বল। ধীরগতির ইনিংসটি দলের কোনো কাজেই আসেনি। স্বর্ণা আক্তার ১৯ বলে ২৮ রানের ইনিংসে চেষ্টা করেছিলেন, বাকিদের ব্যর্থতায় আর পারেননি। বাংলাদেশ থেমে যায় ১০৫ রানে। মানে ১৯ রানের হার।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments