Skip to main content

ইবিতে র‍্যাগিং নিষিদ্ধ, মাইকে ঘোষণা

ইবি প্রতিনিধি
Image description

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ সময় মাইকিংয়ে র‍্যাগিংয়ের সঙ্গে কেউ যদি অদূর ভবিষ্যতে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানানো হয়। মাইকিংয়ে আরও ঘোষণা করা হয়, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের র‍্যাগিং নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমনের আগেই এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। সচেতন শিক্ষার্থীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। নতুন বাংলাদেশে নতুন প্রশাসন এমন সচেতন এবং শিক্ষার্থীবান্ধব আরও উদ্যোগ গ্রহণ করবে বলে আশা রাখি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাইকিংয়ে ঘোষণাটি মূলত আমাদের ভাষ্য। আমরা মাইকিংয়ের মাধ্যমে র‍্যাগিংয়ের বিষয়ে সতর্ক করেছি। এরপরও যদি কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মানবকণ্ঠ/এসআরএস


Comments