Image description

সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তামিম ইকবাল। মাত্র ১০ বল টিকতে পেরেছিলেন। স্বরূপে ফিরতে মাত্র এক দিন সময় নিলেন তামিম ইকবাল।  ২৭ বলে ফিফটি করে ইঙ্গিত দিলেন ছন্দে ফেরার। 

সিলেটের একাডেমি মাঠে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং স্বাগতিক সিলেট বিভাগ। 
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। ম্যাচটা কুয়াশার কারণে নেমে আসে ১৫ ওভারে। ব্যাট হাতে ইনিংসের শুরুতেই ঝড় তোলেন তামিম। সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। দুজন মিলে ৬.৪ ওভারেই তুলে ফেলেছিলেন ৮০ রান। 

নাঈম আহমেদের স্পিনে প্রথম ওভার থেকে ১৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম। তবে তামিম ঝড় শুরু হয় এবাদত হোসেনের ওভার থেকে ১৪ রান তুলে। এরপরও পেসার খালেদ আহমেদ, আবু জায়েদ রাহিরাও তার ঝড় থামাতে ব্যর্থ হন।

৬ ওভারে বিনা উইকেটে ৭৬ রান তুলেছিল চট্টগ্রাম। তবে সপ্তম ওভারে ১৭ বলে ২৯ রান করা জয়কে আউট করেন ইবাদত। এরপরও তামিম তাঁর ইনিংস ধরে রেখে ২৭ বলে ফিফটি পূর্ণ করেন এবং পরের দুই বলে হাঁকান টানা দুই ছক্কা।  

তবে ১১তম ওভারে ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস থেমে যায় তামিমের। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। তোফায়েল আহমেদের বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

তামিম আউট হওয়ার পর চট্টগ্রামের ইনিংসে ধস নামে। অধিনায়ক ইয়াসির রাব্বি ও সাজ্জাদুল রিপন দ্রুত ফিরে যান। এরপরও আর বড় কোনো ইনিংস খেলতে পারেননি চট্টগ্রামের কোনো ব্যাটার। ফলে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটা সংগ্রহ করে ১৪৫ রান। 

মানবকণ্ঠ/আরআই