Image description

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রিয় ফরম্যাট, ক্যারিবীয়দের সঙ্গে সাম্প্রতিক সুখস্মৃতি—সবমিলিয়ে সিরিজে বাংলাদেশের জোর সম্ভাবনা ছিল। কিন্তু, প্রথম দুই ম্যাচ শেষে সেটি হাওয়ায় মিলিয়েছে। উল্টো তৈরি হয়েছে হোয়াইটওয়াশের আশঙ্কা।

শেষ ওয়ানডে জিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মান রক্ষার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে। এমন ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমার মনে হয়, আমাদের ভালো ব্যাটিং করা উচিত। একই মাঠে টানা তিন ম্যাচ খেলছি। ব্যাটিংয়ে আমাদের ২৮০ থেকে ৩০০ করা দরকার। আমরা আগের ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখেছি। ছেলেরা এই ম্যাচে ভালো করতে চায়।’

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমরা আগের দুটি ম্যাচ জিতেছি রান তাড়া করে। আজও লক্ষ্য থাকবে ম্যাচ জেতার। ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিতে চাই আমরা। দলের সবাই আত্মবিশ্বাসী।’

মানবকণ্ঠ/আরইচটি