Image description

চোখেমুখে তার অভিনয়। বডি ল্যাংগুয়েজও সেটা বলে। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। যে চরিত্রই করেন, সেটাই যেন ধারণ করে ফেলেন সাবলীলভাবে। বলছি ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের কথা।

অন্যদিকে অভিনেত্রী ফারিন খান, সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু তার। ‘ধ্যাততেরিকি’ ছবির নায়িকা ছিলেন তিনি। তবে সিনেমা নয়, ফারিন খান এখন পুরোপরি নাটকের অভিনেত্রী। মাঝে মধ্যে আবার উকি দিচ্ছেন ওটিটির পর্দায়ও।

এবার এই দুই তারকা একসঙ্গে কাজ করলেন নতুন একটি নাটকে। আব্রাম তামিমের চিত্রনাট্য ও সংলাপে ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। সম্প্রতি নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নতুন নাটকটিতে নিয়ে ফারিন খান বলেন, ‘মনের মাঝে তুমি’ শিরোনামের নাটকটির গল্প লিখেছেন আমাদের নির্মাতা রুবেল ভাই নিজেই।তার লিখা গল্পে বরাবরই ভিন্নতা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাশাপাশি মুশফিক আর ফারহান ভাই এক কথায় চমৎকার অভিনেতা। আশাকরি সব মিলেয়ে দর্শকদের নাটকটি বেশ ভালো লাগবে।

‘মনের মাঝে তুমি’ নাটকটি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরটিভির পর্দার রাত ৮ টায় প্রচারিত হবে।

মানবকণ্ঠ/এসআরএস