ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ রানা (৩৮) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে কারওয়ান বাজার ও বাংলামোটরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল থেকে আহতের শ্যালক আলামিন জানান, তার ভগ্নিপতি মাসুদ রানা একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। তিনি ধোলাইরপাড় থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনে প্রাইভেট কারযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। বাংলামোটর সিগন্যাল পাড় হয়ে তাদের গাড়িটি ফের কারওয়ান বাজারের ট্রাফিক সিগন্যালে পড়ে। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এ অবস্থায় এক ছিনতাইকারী গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে মাসুদ রানার হাত থেকে মোবাইল ফোন টেনে নেয়। এ সময় মাসুদ রানা ওই ছিনতাকারীর হাত ধরে ফেলেন। এ সময় ছিনতাইকারী তার অন্য হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাসুদ রানাকে উপুর্যপুরি আঘাত করতে থাকে। এতে মাসুদ রানার ঘাড়ের বাম পাশ ও মাথায় গুরুতর জখম হয়। এরপর ছিনতাইকারী দ্রুত মোবাইল ফোনটি নিয়ে সঁটকে পড়ে।
প্রাইভেট কারের চালক শাকিবের সহযোগিতায় আহত মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে। পরে রাত পৌনে ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।”
মানবকণ্ঠ/আরআই
Comments