Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সাজা নিশ্চিত করাসহ দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় তারা মিছিল নিয়ে  ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

তাঁদের দাবিগুলো হলো- ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, কিছু রাজনৈতিক দলের ভোটের সংখ্যা চার-পাঁচশত। কিন্তু তারা ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে অপকর্মের সাহস পাচ্ছে, এর জন্য দায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা রাবি শাখা ছাত্রদল ছাত্রলীগের এসব অপকর্মের জবাব দিতে সদা প্রস্তুত রয়েছি।

কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, সর্দার জহুরুল, শাকিলুর রহমান সোহাগ সহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এসআর