
নাচ-গান ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। হলিউড খ্যাত লিটল বাংলাদেশে নবম বারের মত বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি অমর হালদার, সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষ, পরিচালক সুবর্ন নন্দী তাপস, শিল্পী পঙ্কজ দাস, সিনিয়র সহ-সভাপতি বিপুল চৌধুরী, সহ-সভাপতি শিবনারায়ণ দাস, সহ-সম্পাদক আশোতোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক দিপংকর সাহা, প্রচার সম্পাদক রাজীব নন্দী, কোষাধ্যক্ষ অনুপম কুন্ডুসহ আরও অনেকে।
এবারের মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএএইচএস ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি শিশির দাস, সহ-সভাপতি প্রিয়ম দাস, সাধারণ সম্পাদক সুধা নন্দী, কোষাধ্যক্ষ সপ্নীল সাহা, সদস্য সপ্নীল ঘোষ, সুদেব দাস, শ্রেষ্ঠা সাহা, রুদ্র নন্দী, হৃদিতা সাহা, শিশা সাহাসহ নতুন প্রজন্ম। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সবাই বাংলা নববর্ষ ১৪৩২ সবার জন্য মঙ্গল বয়ে আনুক সেই কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ও সংগঠনের সদস্যদের পরিবারের সদস্যরা নাচ-গানসহ অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা করেন। সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক আশুতোষ দত্ত সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করেন।
Comments