Image description

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। এই আলাপে যুক্ত ছিলেন ভারত ও পাকিস্তানের সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা ব্যক্তিরা। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, গত মঙ্গলবার এসব কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপ হয়। গত সপ্তাহে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পাকিস্তান সেনাবাহিনীর কয়েকদিন ধরে বিনা উসকানিতে গুলিবর্ষণের পর এই আলোচনা ও সতর্কীকরণ এসেছে। এএনআই বলছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকায় গত ২৭-২৮ এপ্রিল রাতে যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র প্রতিক্রিয়া জানায় ভারতের সেনাবাহিনী।

হিন্দুস্তান টাইমস বলছে, ২৬-২৭ এপ্রিল রাতে তুতমারি গালি ও রামপুর সেক্টরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের কার্যকর জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতের দাবি, পেহেলগামে ২৫ জন ভারতীয়সহ ২৬ জন নিহত হওয়ার পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন বৃদ্ধি পাচ্ছে। লঙ্ঘন এখন আন্তর্জাতিক সীমান্তেও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহ থেকে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে।