Image description

পা‌কিস্তা‌নে ভার‌তের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ ক‌রে‌ছে জাতীয় নাগরিক পা‌র্টি (এন‌সি‌পি)। দল‌টি ব‌লছে, হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে, যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সরাসরি আঘাত করেছে। উভয়পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতির স্বার্থে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানি‌য়ে‌ছে এন‌সি‌পি।
 
আজ বুধবার দল‌টির বিবৃ‌তি‌তে এ আহ্বান জানা‌নো হয়। এ‌তে বলা হ‌য়ে‌ছে, ভারতে অবস্থান করা পলাতক ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারও নেতাকর্মীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টিতে চক্রান্তে লিপ্ত। তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতার মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জান-মালের ক্ষতি সাধনে সক্রিয় রয়েছে।

সরকার এবং সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি এন‌সি‌পি সীমান্তে নজরদারি ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জা‌নি‌য়ে‌ছে। বিবৃ‌তি‌তে ব‌লে‌ছে, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। জনগণের সংগঠিত শক্তি এবং সর্বাত্মক সতর্কতাই বাংলাদেশকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম।