Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণঅধিকার পরিষদ একটি গণসমাবেশের আয়োজন করায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ মে) ভোর থেকেই উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় মহাসড়কের ওপর স্টেজ তৈরি করে সমাবেশের প্রস্তুতি শুরু হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গণঅধিকার পরিষদের রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল ইসলাম নুর এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক রাশেদ খান।

স্থানীয় ভুলতা গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ারসহ বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, মহাসড়কের একপাশ বন্ধ থাকায় অন্য পাশ দিয়ে উল্টো পথে যানবাহন চলাচলের কারণে যানজট আরও তীব্র হচ্ছে। স্থানীয়দের মতে, সমাবেশ আয়োজনের জন্য রূপগঞ্জে অনেক খোলা মাঠ থাকা সত্ত্বেও দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে সমাবেশ করা নিন্দনীয়।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, "আমরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে চিঠি দিয়ে অনুমতি নিয়েছি। সড়কে স্টেজ করা হলেও আমরা বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি, এতে কোনো সমস্যা হবে না।"

তবে, রূপগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান বিষয়টি সম্পর্কে অবগত নন জানিয়ে বলেন, "ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।"

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী ইসলাম জানান, "গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশের চিঠি আমাদের কাছে এসেছে। তবে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ তৈরি করে সেখানে সমাবেশ করা সম্পূর্ণ বেআইনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"