রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে কয়েক হাজার মুসল্লি ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।
এই জামাতে অংশ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা নামাজ আদায় করেন।
সকাল সাড়ে ৭টায় জামাত শুরুর কথা থাকলেও ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নামে। ভেতরে স্থান সংকুলান না হওয়ায় ঈদগাহের সামনের রাস্তা, কদম ফোয়ারা ও শিক্ষা ভবন পর্যন্ত মুসল্লিদের ঢেউ ছড়িয়ে পড়ে।
এ সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।




Comments