
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ফরম সংগ্রহ করেও ২৩৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেননি
নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র জমাদান পরিস্থিতি:
কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য জমা পড়েছে ৪২৯টি মনোনয়ন।
হল সংসদে মোট ৫০২টি মনোনয়ন জমা পড়ে—এর মধ্যে ছাত্র হল থেকে ৩৫৬ জন ও ছাত্রী হল থেকে ১৪৬ জন।
সব মিলিয়ে ফরম সংগ্রহ করেছিলেন১,১৬৪ জন প্রার্থী, জমা দিয়েছেন ৯৩১ জন।
তফসিলে আংশিক পরিবর্তন:
মনোনয়ন যাচাই-বাছাই: ২১ সেপ্টেম্বর
প্রাথমিক তালিকা প্রকাশ: ২২ সেপ্টেম্বর
মনোনয়নপত্র প্রত্যাহার: ২৩ সেপ্টেম্বর
আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর
চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর
আগের ঘোষণায় যাচাই-বাছাই ছিল ১৮ সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা প্রকাশের তারিখ ছিল ২১ সেপ্টেম্বর। সেগুলো পরিবর্তন করা হয়েছে।
নির্বাচনের নিয়ম: মনোনয়ন সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক নিতে পারবেন।
চাকসু ও হল সংসদ নির্বাচন হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট শেষে শুরু হবে গণনা।
উল্লেখ্য, সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।
Comments