
পাবনার ঈশ্বরদীতে রান্না করার সময় সাপের কামড়ে মোছাঃ স্নিগ্ধা খাতুন(১৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার প্রতিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত গৃহবধূ স্নিগ্ধা খাতুন উপজেলার প্রতিরাজপুর গ্রামের মোঃ জুবায়ের হোসেনের স্ত্রী।
জানা গেছে, গৃহবধূ স্নিগ্ধা খাতুন রান্না করার জন্য নিজ বাড়ির রান্না ঘরে অবস্থান করছিলেন। এসময় একটি বিষধর সাপ স্নিগ্ধা খাতুনের পায়ে কামড় দিলে সে চিৎকার করেন। তার চিৎকারে পরিবার ও আশেপাশের লোকজন এসে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোঃ আহসান হাবিব জানান, স্নিগ্ধাকে সাপ কামড়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে প্রায় দেড় ঘন্টা রেখে কোন প্রকার এন্টিভেনম না দিয়ে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে রাজশাহী মেডিকেলে পৌছালে সেখানকার দায়িত্বরত চিকিৎসক স্নিগ্ধা খাতুনকে মৃত ঘোষণা করে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম তামান্না স্বর্ণা বলেন, প্রথমিকভাবে বিষধর সাপের ঝুকিপূর্ণ কোন উপসর্গ লক্ষ্য করা যায়নি। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের একটু অপেক্ষা করতে বলা হলে তারা নিজেদের উদ্যোগে রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আপনার মাধ্যমে জানতে পারলাম সে মারা গেছে।
Comments