Image description

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠলেও শ্রীলঙ্কা শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ শেষ হওয়ার পরই ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগে জানতে পারেন তাঁর বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি দুনিথকে জানান দলের ম্যানেজার।

সুরাঙ্গা ওয়েল্লালাগে নিজেও একসময় ক্রিকেটার ছিলেন, পরবর্তীতে পেশা পরিবর্তন করেন।

ম্যাচের সংক্ষিপ্ত চিত্র:

টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান, সংগ্রহ করে ৮ উইকেটে ১৬৯ রান। শেষ ওভারে দুনিথ ওয়েল্লালাগের বিপক্ষে টানা ৫ ছক্কা হাঁকান মোহাম্মদ নবী। তিনি ২২ বলে করেন ঝোড়ো ৫৯ রান। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় নিশ্চিত করে।

তবে দুনিথের দিনটা মাঠে ভালো কাটেনি। তিনি ৪ ওভারে খরচ করেন ৪৯ রান, নেন মাত্র ১ উইকেট। শেষ ওভারে ৩২ রান দিয়ে শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ওভারের রেকর্ড** গড়েন এই তরুণ স্পিনার।

মাঠে খারাপ পারফরম্যান্স, আর ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ—দুয়ের ধাক্কা একসাথে সামলাতে হচ্ছে ওয়েল্লালাগেকে।

আপনি চাইলে আমি এই সংবাদটির জন্য একটি **শিরোনাম তালিকা (৫–৬টি বিকল্প হেডলাইন)** তৈরি করে দিতে পারি কি?