Image description

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে, ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ঘটনার পর প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, জাপান, আলাস্কা, গুয়াম, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে সুনামি আঘাত হানতে পারে। কামচাতকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩–৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ঘটতে পারে এবং সেভেরো-কুরিলস্কসহ কয়েকটি উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্প কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে সুনামি ঝুঁকি রয়েছে, যদিও হাওয়াইতে সুনামি আসবে কিনা তা নিশ্চিত নয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউ উঠতে পারে।

এর আগে ১৩ সেপ্টেম্বর কামচাতকা উপকূলে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার পূর্বে এবং ৩৯.৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।