Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, প্রথম ধাপে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। ইসির সম্মতির পর আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলবে। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সময়সূচি নির্ধারণ করা হবে।

ইসি সূত্র জানিয়েছে, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বসবে কমিশন।

সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, রোডম্যাপ অনুযায়ী চলতি মাসের শেষ দিকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। কমিশন দ্রুত নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও শেষ করতে চায়।