
নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়া এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি নিয়ে জোট গঠনে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এর আগে, এনসিপির হবিগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শহরের এম সাইফুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক এবং যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রীতম দাশ। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক।
প্রধান অতিথি সারজিস আলম নির্বাচনী জোটের বিষয়ে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। এ ব্যাপারে আলোচনা চলছে। গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়া এবং এবি পার্টির সাথে অ্যালায়েন্স করার বিষয়ে দল পজিটিভিলি আগাচ্ছে। এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পুরো বাংলাদেশ জানবে।’
এ বিষয়ে সারজিস আলম আরও বলেন, ‘সমমনাদের সাথে আলোচনা চলছে। আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র তরুণ প্রজন্মের শক্তি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জনগণ এটি চায়। এই জন্য আমরা ওই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স হতে পারে। সময় বলে দেবে এটি কোন দিকে যাবে।’
Comments