Image description

সংগৃহীত ছবি | সংগৃহীত ছবি

পাকিস্তানের বালোচিস্তানের গভর্নর শেখ জাফর খান মান্দোখেলের ব্যক্তিগত বাসভবনের সামনে আকস্মিক বন্দুকের গুলিতে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে পাকিস্থানী গণমাধ্যম দ্য ন্যাশন।

পুলিশ জানিয়েছে, গভর্নরের বাসভবনের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা তার রাইফেল থেকে একটি আটকে থাকা গুলি বের করার চেষ্টা করছিলেন। এ সময় ভুলবশত তার রাইফেলটি থেকে গুলি বেরিয়ে যায়। বন্দুকটি 'বাস্ট মোড'–এ থাকায় সেটি থেকে বেশ কয়েকটি গুলি একসঙ্গে বের হয়।

গুলিতে গভর্নরের সঙ্গে দেখা করতে আসা সরকারি বয়েজ ডিগ্রি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের সঙ্গে তাদের আরও শতাধিক সহপাঠী ছিল। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের ঝব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ছাড়া, আহত দুই পুলিশ কর্মকর্তা সামান্য আঘাত পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঝবের পুলিশ সুপার (এসপি) শওকত মাহমুদ নিশ্চিত করেছেন, বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এটি একটি কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। 

ঘটনাস্থলে উপস্থিত একজন কর্মকর্তা জানান, রাইফেলটি নিচের দিকে তাক করা ছিল। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তিনি ও ডিএসপি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন গভর্নর মান্দোখেল। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দেন। তিনি আহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ শিক্ষাগত ও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।  সেই সঙ্গে এই ঘটনাকে 'গভীরভাবে দুর্ভাগ্যজনক' বলে আখ্যা দিয়েছেন তিনি। 

গভর্নর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার প্রটোকল পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি নিরাপত্তা কর্মীদের উন্নত প্রশিক্ষণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকল অস্ত্র ভালোভাবে পরীক্ষা করার নির্দেশনাও দিয়েছেন।

সূত্র : দ্য ন্যাশন