Image description

সাত দিনের মাথায় শনিবার (গতকাল) দুপুর ২টা ২৭ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, মনিরামপুরে উৎপত্তিস্থলসহ চলতি মাসে এটি তৃতীয়বারের মতো অনুভূত হওয়া ভূমিকম্প।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। যার প্রভাবে বাংলাদেশও কেঁপে ওঠেছিল। এর ঠিক সাত দিনের মাথায়, ২১ সেপ্টেম্বর, রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে, যার উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক।

বাংলাদেশ দীর্ঘকাল ধরেই একটি ভূকম্পপ্রবণ দেশ হিসেবে ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক ভূমিকম্প হয়। যার কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে সম্প্রতি উদ্বেগের বিষয় হলো, দেশের অভ্যন্তরেই উৎপত্তিস্থল—এমন ভূমিকম্পের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে মোট ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশের অভ্যন্তরে। 

অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবীর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘গত দুই মাসে বাংলাদেশে ছয়টির মতো ভূমিকম্প হয়েছে। এ অঞ্চল যে সিসমিক্যালি অ্যাক্টিভ, তার ইঙ্গিত তো বারবার ভূমিকম্প হওয়া এবং যে কোনো সময় কম বা বেশি মাত্রার হতে পারে।’