Image description

মিরপুর রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসলেও যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের একটি রাসায়নিকের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়।

প্রথমে স্থানীয় বাসিন্দা ও বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধারকাজে অংশ নেন। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টার পর আরও ৯টি ইউনিট যুক্ত হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সহায়তায় প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে গুদাম মালিক পলাতক রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, “মিরপুরের এই আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণ নিভেছে বলা যাবে না। গুদামে থাকা রাসায়নিকের কারণে আবারও আগুন জ্বলে উঠতে পারে।”

তিনি আরও জানান, বুধবার সকালে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল রাসায়নিকের নমুনা পরীক্ষা করতে ঘটনাস্থল পরিদর্শন করবে।