জোবায়েদ হত্যার প্রতিবাদে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, মিজান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু জাফর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসান প্রমুখ।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতুয়াক রসুল শোয়েব।
বক্তারা অবিলম্বে জোবায়েদের খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
Comments